উৎপল দে, কেশবপুর: কেশবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ১৪০ জন শিক্ষার্থীকে ৬ লাখ ২২ হাজার টাকা উপবৃত্তি ও ৩০ জনকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এসব দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা প্রমুখ।
জাগো/এমআই

