ঝিকরগাছায় গোয়ালঘরের দেয়াল ভেঙে দিনমজুরের তিন গরু চুরি

আরো পড়ুন

শাহ জামাল শিশির, ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছায় এক রাতে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৫ জুলাই) ভোররাতে উপজেলার পৌরসদরের কীর্তিপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর মূল্য আড়াই থেকে তিন লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে ঘুমোতে যাওয়ার আগে গরুগুলোকে গোয়ালঘরে বেঁধে রেখে যান কীর্তিপুরের দিনমজুর আব্বাস আলী। ফজর নামাজের সময় প্রতিবেশি তাদের জানান গোয়ালঘরের দেয়াল ভাঙা। এসময় তাঁরা দেখেন গোয়ালঘরে একটি গরুও নেই। গোয়ালঘরের পেছনের দেয়াল ভেঙে গরুগুলো চুরি করে নিয়ে গেছে। আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গরু না পেয়ে ঘটনাটি থানার পুলিশকে জানানো হয়।

এ বিষয়ে ভুক্তভোগী দিনমজুর আব্বাস আলীর স্ত্রী সেলিনা বেগম বলেন, `আমার স্বামীর কোমর ভাঙা, সে কোন কাজ করতে পারেনা। গরু-ছাগল আর হাঁস মুরগী পালন করে আমার সংসার চলত। গতকাল রাতে আমরা বারান্দায় না ঘুমিয়ে ঘরে ঘুমাইছিলাম। এই সুযোগে চোরেরা গোয়ালঘরের দেয়াল ভেঙে একটি গাভি আর দুইটি এড়ে (ছেলে) বাছুর চুরি করে নিয়ে যায়। গরুগুলোর মূল্য প্রায় ৩ লাখ টাকা। লোন নিয়ে আমরা গরুর খাবার কিনি। গরুগুলো হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি।’

ভুক্তভোগী আব্বাস আলী অভিযোগ করেন, পাশের গ্রাম মল্লিকপুরের গরুচোরখ্যাত ইউনুস ও রুহুল আমীন কিছুদিন আগে আমাদের গোয়ালঘরের পাঁশে দাঁড়িয়ে ছিল। লাইট জ্বালানোর সাথে সাথে তারা চলে গেল। অনেকদিন ধরেই তারা আমার গরু চুরির টার্গেট করেছিল।

এ ব্যাপারে ঝিকরগাছা থানার এসআই জুয়েল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। চুরি যাওয়া গরুগুলো উদ্ধার ও চোর শনাক্তের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ