জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির দুটি বাদুর মাছ

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে দুটি বাদুর মাছ ধরা পড়েছে। সোমবার (২৫ জুলাই) দুপুরে মহিপুরের তিমন ফিশ মৎস্য আড়তে মাছ দুটি নিয়ে আসেন জাকির প্যাদা নামে এক জেলে। পরে মাছ দুটি হানিফ পল্লান নামে এক জেলে কিনে নিয়ে যান।

অনেকটা বাদুরের মতো দেখতে হলেও এ মাছের মূল নাম লম্বা লেজি পাপড়ি। এর বৈজ্ঞানিক নাম রাইনোপটেরা জাভানিকা (Rhinoptera javanica)। এক একটি মাছের দৈর্ঘ্য ১ ফুট ও প্রস্থ ১ ফুট হলেও এর প্রায় ২ ফুট লম্বা একটি লেজ রয়েছে।

স্থানীয় জেলেরা জানান, মাছ দুটির ওজনে ২০ কেজি হলেও এ মাছ সচরাচর দেখা যায় না। গতকাল রবিবার (২৪ জুলাই) দুপুরে এ মাছ দুটি বঙ্গোপসাগরের চর বিজয় সংলগ্ন সাগরে জাকির প্যাদার ট্রলারে ধরা পড়ে।

জেলে জাকির প্যাদা জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়েছি। বেশ ভালো ইলিশ পেয়েছি। এর সঙ্গে এ বাদুর মাছ দুটিও পেয়েছি। আবহাওয়ার অবস্থা খারাপ থাকায় আজ সকালে ঘাটে এসে পৌঁছেছি। তবে বাদুর মাছ দুটির ওজন ২০ কেজি হলেও তেমন দাম পাইনি।

বাদুর মাছের ক্রেতা মৎস্য ব্যবসায়ী হানিফ পল্লান জানান, এ মাছ সাধরণত আড়ত ঘাটে সচরাচর দেখা যায় না। তাই এর চাহিদা নেই। মাছ দুটি দুপুরের দিকে কিনেই ঢাকায় পাঠিয়ে দিয়েছি।

কলাপাড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছ ধরা ও বিক্রি সম্পূর্ণ অবৈধ। এ মাছ ধরার বিষয়ে আমরা জেলেদের বেশ কয়েকবার সচেতন করেছি।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ