ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধারা পেলেন স্মার্ট আইডি কার্ড

আরো পড়ুন

শাহ জামাল শিশির, ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। এছাড়া মৃত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে ডিজিটাল সার্টিফিকেট দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে এসব দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. নাসির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক।

তিনি জানান, ঝিকরগাছায় মোট ১৫৭ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট এসেছে। বৃহস্পতিবার ১৪৯ জনের মাঝে এসব উপকরণ দেয়া হয়। যেসব বীর মুক্তিযোদ্ধা জীবিত আছেন তাদের স্মার্ট কার্ড দেয়া হয়েছে। আর যারা মারা গেছেন তাদেরকে পরিবারকে সার্টিফিকেট দেয়া হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ