ঢাকায় চিকিৎসা শেষে প্রায় দুই মাস পর যশোরে ফিরেছেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সাকিব সাইফুলের পিতা অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল।
কাউন্সিলর বাবুলের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শহর স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ সমাবেশ
বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে যশোর বিমানবন্দরে পৌঁছান তিনি। তারপর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনলাইন নিউজ পোর্টাল জাগো বাংলাদেশ’র সম্পাদক ও শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ মো: ইব্রাহিম, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সোহাগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক হোসেন প্রমুখ।

যশোরে কাউন্সিলর বাবুলকে কুপিয়ে হত্যাচেষ্টা, প্রতিবাদে শহরে মিছিল
৩০ মে কাউন্সিলরকে কুপিয়ে গুরুতর জখম করেছিলো সন্ত্রাসীরা। তারপর থেকে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

