‘স্বপ্নের বাড়ি’ পেয়ে খুশি পারুল বেগমেরা

আরো পড়ুন

বাঘারপাড়া (যশোর): সারাদিন মানুষের বাসায় কাজ শেষে এখন আর অন্যের ঘরে ফিরতে হবে না। ভূমিহীন ও গৃহহীন হতদরিদ্র পারুল বেগম এখন প্রতিদিন ফিরতে পারবেন নিজ ঘরে। শুধু ঘরই নয়, থাকছে নিজ নামে দুই শতক জমি, স্বাস্থ্যসম্মত টয়লেট, সুন্দর বারান্দাসহ বসবাসের নিরাপদ সুবিধা।

৬৫ বছর বয়সী এই পারুল বেগম যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের মালঞ্চী গ্রামের বাসিন্দা। ভাড়া বাসায় থেকে মানুষের বাসায় কাজ করে জীবিকানির্বাহ করেন তিনি।

বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের দলিল হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন।
যশোরের বাঘারপাড়ায় নতুন করে ২৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার জমিসহ নতুন ঘর পেয়েছেন।

পারুল বেগমের মত এ উপজেলার ধূপখালি গ্রামের ভূমিহীন ও গৃহহীন আসমা বেগম, মালঞ্চী গ্রামের লালজান খাতুন, বন্দবিলার খাজুরা ধর্মগাতি গ্রামের শিখা রানী স্বপ্নের বাড়ি পেয়ে খুবই খুশি।

পরিবারগুলো পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া স্বপ্নের বাড়ি।

এদিন সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ ন ম আবুজর গিফারী।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, ওসি (তদন্ত) মকবুল হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যানবৃন্দ, সুবিধাভোগীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ