ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার মিরপুর উপজেলার কালিতলা ব্রিজের নিচ থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে মিরপুর উপজেলার কালিতলা ব্রিজের নিচ থেকে নজরুল ইসলাম (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নজরুল পার্শ্ববর্তী ছাতিয়ান ইউনিয়নের সোলেমানের ছেলে। সে মাঠে কৃষি কাজ করতো।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত নজরুলের মুখে বিষের গন্ধ পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানায় ওসি।
জাগো/এমআই

