কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার (২০ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
উপজেলার ৪০ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাকে ও ২৮ জন মৃত বীর মুক্তিযোদ্ধার পরিবারের নিকট ওই ডজিটাল সনদ ও স্মার্ট কার্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম প্রমুখ।
জাগো/এমআই

