প্রেমিকার আত্মহত্যার ২ দিন পর প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

আরো পড়ুন

গাজীপুরে প্রেমিকার আত্মহত্যার দুই দিন পর প্রেমিক ফাহিম হোসেন শান্তর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) ভোর ৫টায় পূবাইল থানাধীন হারবাইদ এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

ফাহিম হোসেন শান্ত গাজীপুর জেলার পূবাইল থানাধীন হারবাইদ গ্রামের খলিলুর রহমানের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই এলাকার আমিনুল ইসলাম বুলবুলের মেয়ে তাসমিম তাহসিন আলিফের সঙ্গে খলিলুর রহমানের ছেলে শান্তর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত সোমবার (১৮ জুলাই) তাদের মাঝে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কলেজছাত্রী তাসমিম তাহসিন আলিফ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে প্রেমিকা আলিফের আত্মহত্যার সংবাদটি প্রেমিক শান্ত ফোন দিয়ে তার পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের সদস্যরা অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখে আলিফের ঝুলন্ত লাশ উদ্ধার করে। সেই সূত্র ধরেই বুধবার (২০ জুলাই) প্রেমিক শান্ত আত্মহত্যা করেছেন বলে ধারণা এলাকাবাসীর।

পরিবারের সদস্যরা জানান, আলিফের মৃত্যুর পর থেকেই শান্ত অন্যরকম হয়ে যায়। তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ভোরে নামাজ পড়ার সুযোগে শান্ত বাড়ির দক্ষিণ পাশে পেয়ারা গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পূবাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশটি শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ