নড়াইলে আর সাম্প্রদায়িক হামলা হতে দেবো না, বললেন মাশরাফি

আরো পড়ুন

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আমার নড়াইল জেলায় আর সাম্প্রদায়িক হামলা হতে দেবো না। যেকোনো মূল্যে প্রতিরোধ করবো।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপরে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় সাম্প্রদায়িক হামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে মাশরাফি বিন মুর্তজা একথা বলেন।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, সংসদ সদস্য বীরেন শিকদার, মনোরঞ্জন শীল গোপাল, অসীম কুমার উকিল ও পঙ্কজ দেবনাথ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিকেলে লোহাগড়া উপজেলা মিলনায়তনে ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে এক মতবিনিময় সভা করেন তাঁরা। এতে ইমাম, পুরোহিত, শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। সেখানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

দিঘলিয়া গ্রামের এক তরুণের বিরুদ্ধে মহানবীকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগ তুলে গত শুক্রবার সন্ধ্যায় দিঘলিয়ায় দুটি বাড়ি ভাঙচুর হয়, একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়, দিঘলিয়া বাজারের তিনটি দোকানে ভাঙচুর হয়, চারটি মন্দিরেও হামলা করা হয়। নড়াইলের লোহাগড়া উপজেলা সদর থেকে ওই গ্রাম ১০ কিলোমিটার দূরে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে মাশরাফি বিন মুর্তজা বলেন, আমার নবীজিকে যদি কেউ ছোট করেন, তার অবশ্যই কঠিন বিচার করতে হবে। এর বিচার আমি কঠিনভাবে চেয়েছি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জেনেছেন। কিন্তু আপনারা বিভ্রান্তিতে কান দেবেন না। আইন হাতে তুলে নেবেন না। তবে যাঁরা জড়িত নন, তারা যেন হয়রানির শিকার না হন।

মাশরাফি বলেন, মন্ত্রী মহোদয়েরা এসেছেন, কয়েকজন সংসদ সদস্য এসেছেন আমাদের শক্তি জোগাতে। তাদের ধন্যবাদ। হামলায় মানসিক যে ক্ষতি হয়েছে, তা পূরণ হওয়ার নয়। আমরা সবাই মিলে যাতে আগের মতো সম্প্রীতি বজায় রেখে চলতে পারি, সে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, যখনই নির্বাচন আসে, তার আগে সাম্প্রদায়িক হামলা হয়। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মাশরাফি ভূমিকা নিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এখানে পরিদর্শন করতে এসেছি।

এদিকে এ হামলার ঘটনায় সোমবার রাতে আরেকজন গ্রেফতার হয়েছেন। এ নিয়ে ছয়জন গ্রেফতার হলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ