কিডনি বেচাকেনার চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
আইন প্রয়োগকারী এই সংস্থাটি জানিয়েছে, চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে কিডনি বিক্রি করতো।
মঙ্গলবার (১৯ জুলাই) রাতে ভাটারা, বনশ্রী, মিরপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের এই এলিট ফোর্স।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান।
তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধভাবে কিডনি বেচাকেনা করতো একটি সংঘবদ্ধ চক্র। এ চক্রের অন্যতম হোতা ছিল শহিদুল ইসলাম মিঠু। তাকেসহ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এবিষয়ে বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিস্তারিত তুলে ধরা হবে।

