ডেস্ক রিপোর্ট: দেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ প্রকল্পের কাজ ৪০ ভাগ শেষ হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সোমবার (১৮ জুলাই) বেলা ১২টার দিকে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।
ফেসবুকে নসরুল হামিদ লিখেন, ‘কক্সবাজারের খুরুশকুলে তৈরি হচ্ছে দেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎ প্রকল্প। ৩১ মার্চ ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রকল্পটির কাজ ইতোমধ্যে ৪০ ভাগ শেষ হয়েছে। সমুদ্রপথে চীন থেকে এসে পৌঁছেছে প্রকল্পের সরঞ্জাম।’
প্রতিমন্ত্রী লিখেন, ‘আশা করি মে ২০২৩ থেকে শুরু হবে বিদ্যুৎ উৎপাদন। জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ৬৬ মেগাওয়াট বিদ্যুৎ। এছাড়া কক্সবাজারের ইনানিতে প্রক্রিয়াধীন আছে ৫০ মেগাওয়াটের আরেকটি বায়ুবিদ্যুৎ কেন্দ্র। ক্লিন এনার্জির মাধ্যমে জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে এই দুই প্রকল্প বাংলাদেশকে নতুন পথ দেখাবে।’
এর আগে গত ৩০ মার্চ দেশের বৃহত্তম এই বায়ু বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মিশ্র জ্বালানি ব্যবহারের অংশ হিসেবে নবায়নযোগ্য শক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সৌর, বর্জ্য থেকে বিদ্যুৎ, জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ আগামী দিনে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা গেছে, কক্সবাজারের ৬০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ প্রকল্পে মোট বিনিয়োগ করা হচ্ছে ১১ কোটি ৬৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এ প্রকল্পে ১২০ মিটার উচ্চতায় এনভিশনের ইএন১৫৬ মডেলের ২২টি টারবাইন স্থাপন করা হবে। প্রতিটি টারবাইনের উৎপাদন ক্ষমতা ৩ দশমিক শূন্য মেগাওয়াট এবং রোটরের ব্যাস ১৫৬ মিটার। ২০২২ সালের ডিসেম্বর নাগাদ প্রকল্পটির কমিশনিং করা হবে।
জাগো/এমআই

