ডেস্ক রিপোর্ট: ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ মো. সোলেমান বাদশা (২২)কে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ। রবিবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ডাকাতির উদ্দেশে কোরবানপুর এলাকায় পৌঁছানোর সংবাদ পেয়ে পুলিশের দুটি টিম নিয়ে ঘটনাস্থলে যান।
পুলিশ জানায়, রাত ৩ টার একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে কোরবানপুর এলাকায় সমাবেত হওয়ার সংবাদ পাওয়ার সাথে সাথে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম ২টি পুলিশ টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। পুলিশের উপস্থিতির টের পেয়ে ডাকাতদল দৌড়ে এদিক সেদিক পলায়ন করলেও ১ ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা ২টি চাকু, ৫টি লোহার রড ও ৫টি মুখোস উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. সোলেমান বাদশা দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের গনিপুর মুন্সি বাড়ীর জয়নাল আবেদীন ও খোদেজা বেগমের ছেলে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম জানান, এ বিষয়ে মামলা দায়ের করে গ্রেফতারকৃত মো. সোলেমান বাদশাকে আজ সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জাগো/এমআই

