যশোরে সৎ মেয়েকে নিয়ে পালালো বাবা!

আরো পড়ুন

যশোর সদরের বাহাদুরপুরে স্ত্রীর প্রথমপক্ষের স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে পালিয়েছেন স্বামী। ঘটনাটি ঘটে ঈদুল আজহার দিন। এ ঘটনায় কোতোয়ালি থানায় স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন বাহাদুরপুর বাঁশতলার ইতি খাতুন।

বিবাদীরা হলেন, স্বামী বাগেরহাটের সুন্দঘোনা গ্রামের ইনাম সাইদ খোকনের ছেলে ইসমত সাঈদ হৃদয়, হৃদয়ের মামা খন্দকার মিঠু, দুই খালা শামীমা আক্তার লাবনি ও লোপা এবং নানা খন্দকার মনিরুজ্জামান।

ইতি খাতুন জানান, প্রথম স্বামীর ঘরে তার দুই মেয়ে রয়েছে। স্বামীর সাথে সম্পর্ক ছিন্নের পর তিনি খুলনায় একটি প্রতিষ্ঠানে চাকরি নেন। একই প্রতিষ্ঠানে চাকরি করতেন হৃদয়ও। ওইসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এরপর ২০১৮ সালে হৃদয়কে বিয়ে করেন তিনি। তার আরো এক কন্যা সন্তানের জন্ম হয়। ইতির বাবার বাড়ি পূর্বের ঘরের সপ্তম শ্রেণি পড়ুয়া বড় মেয়ে প্রিয়া খাতুন ও ছোট মেয়ে রিয়া থাকতো। হৃদয়ও সেখানে মাঝে মাঝে আসতেন। গোপনে হৃদয় প্রিয়াকে বিভিন্ন প্রলোভন দেখাতে থাকেন। কিন্তু তাতে রাজি না হওয়ার নানা ধরনের হুমকি দেন হৃদয়। এরমধ্যে ঈদের দিন যশোরে আসেন হৃদয়। এরপর বাড়িতে থাকা ৮০ হাজার টাকাসহ প্রিয়াকে নিয়ে চম্পট দেন হৃদয়।

ইতি খাতুন আরো জানান, হৃদয়ের শিশু সন্তানের মুখের দিকে তাকিয়ে বারবার তাকে এসব কর্মকান্ড থেকে বিরত থাকার অনুরোধ করেন। কিন্তু হৃদয় কোনো কথা না শুনে মেয়েকে নিয়ে চলে যান। বর্তমানে অজ্ঞাত স্থানে থেকে মোবাইল ফোনে নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছেন বলে জানান ইতি খাতুন।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই তুহিন বাওয়ালী জানান, হৃদয় প্রিয়াকে নিয়ে বিয়ে করেছেন বলে জানতে পেরেছেন। কিন্তু কোথায় তারা রয়েছেন সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছেন বলে জানান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ