পদ্মা সেতুতে সিলিন্ডারবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেলো দুইজনের

আরো পড়ুন

পদ্মা সেতুতে অক্সিজেন সিলিন্ডারবোঝাই একটি ট্রাক উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। রবিবার (১৭ জুলাই) রাতে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, অক্সিজেন সিলিন্ডারবোঝাই তিন টনের একটি ছোট ট্রাক ঢাকার দিকে আসছিল। রাত ৯ টা ৪০ মিনিটের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ১৬-১৭ নম্বর পিলারের মাঝামাঝি এসে উল্টে যায়। এ ঘটনায় পাঁচজন আহত হন। তাদের দুইজন মারা গেছেন।

দুর্ঘটনার পর কিছুক্ষণ সেতুর এক পাশে যানচলাচল বন্ধ ছিল। পরে ট্রাকটি সরিয়ে নেয়ার পর তা স্বাভাবিক হয়। আহতদের প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে। নিহত দুইজনের নাম কাউসার ও রাজু খন্দকার। আহতরা হলেন মুক্তা আক্তার, ফাতেমা খন্দকার ও ওমর ফারুক।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ