বিপিএলের নবম আসর শুরু ৫ জানুয়ারি

আরো পড়ুন

আগামী তিন মৌসুমের বিপিএল শুরুর তারিখ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের সবচেয়ে বড় এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নবম আসর শুরু হচ্ছে সামনের বছর ৫ জানুয়ারি।

বিসিবির বোর্ডসভা শেষে রবিবার দুপুরে এ ঘোষণা দেন বোর্ডপ্রধান নাজমুল হাসান। নবম আসরের সঙ্গে দশম ও একাদশ আসরের শুরু ও শেষের তারিখও নিশ্চিত করেছে বিসিবি।

নবম আসর ২০২৩ সালের ৫ জানুয়ারি শুরু হয়ে শেষ হচ্ছে ১৬ ফেব্রুয়ারি। পরের বছর দশম আসর শুরু হচ্ছে ৬ জানুয়ারি। শেষ হচ্ছে ১৭ ফেব্রুয়ারি। আর ২০২৫ সালের বিপিএলের উদ্বোধন হবে ১ জানুয়ারি আর পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি।

প্রতি বছর সাতটি ফ্র্যাঞ্চাইজি খেলবে নিশ্চিত করেছে বিসিবি। প্রতিটি দলের সঙ্গেই তিন বছরের জন্য চুক্তি করবে বোর্ড।

সামনের সপ্তাহেই বিজ্ঞাপনের মাধ্যমে নতুন ফ্র্যাঞ্চাইজি আহবান করবে বিসিবি। পুরোনো ফ্র্যাঞ্চাইজির মালিকের সঙ্গে নতুন কোম্পানিও আসবে বলে আসা করছে বোর্ড।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ