তিন মাসে ৬ অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

আরো পড়ুন

গেলো তিন মাসে ভারতের ছয় জন মডেল ও অভিনেত্রী রহস্যজনক মৃত্যু ঘটেছে। এবার সেই তালিকায় নাম উঠলো কলকাতার উঠতি অভিনেত্রী পূজা সরকারের। নিজের ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে তার।

শনিবার (১৬ জুলাই) বাঁশদ্রোণী থানার উল্টো দিকের একটি বহুতল ভবন থেকে পুলিশ পূজার মরদেহ উদ্ধার করে। এসময় তার গলায় গামছা প্যাচানো ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পূজার বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। গোবরডাঙা হিন্দু কলেজের ছাত্রী তিনি। কয়েকমাস আগে এই অভিনেত্রী বাঁশদ্রোণীতে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকা শুরু করেন। তার এক ঘনিষ্ঠ ছেলে বন্ধুও থাকতেন তার সঙ্গে। স্থানীয়রা জানায়, মাঝে মাঝেই দুজনের মধ্যে ঝগড়া হতো। উচ্চস্বরে বাকবতিন্ডা করতেন তারা।

ইতোমধ্যেই ভারতীয় পুলিশ এই মৃত্যুর রহস্য উদঘাটন করতে নেমে পড়েছে। পূজা আত্মহত্যা করেছেন নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে জানতে তারা গ্রেফতার করেছে তার ছেলে বন্ধুকে। গ্রেফতারকৃত তরুণ পুলিশকে জানিয়েছেন, শনিবার (১৬ জুলাই) রাতে ওই ফ্ল্যাটেই ছিলেন তিনি। কিন্তু এই ঘটনার আঁচ পাননি। তবে কথাটি বিশ্বাসযোগ্য মনে হয়নি পুলিশের। বর্তমানে পুজার মরদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ