আশার শাখা ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা

আরো পড়ুন

সিলেটের ফেঞ্চুগঞ্জে বেসরকারি সংস্থা (এনজিও) আশার শাখা ব্যবস্থাপককে তার অফিস কক্ষে কুপিয়ে হত্যা করা হয়েছে।

উপজেলার মাইজগাঁও ইউনিয়নের পুরান বাজার নিজামপুরে রবিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ৪৮ বছরের আবুল কাশেমের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। তিনি আশার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে ফেঞ্চুগঞ্জে কর্মরত ছিলেন।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানান, অফিসের বাবুর্চি ফজল মিয়া দা দিয়ে কুপিয়ে আবুল কাশেমকে হত্যা করেছেন। ফজল মিয়ার বাড়ি সিলেটের জকিগঞ্জে। অফিস চলাকালীন দা দিয়ে কাশেমকে মাথায় ও মুখে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান ফজল।

তবে কী কারণে আবুল কাশেমকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পুলিশ কর্মকর্তা বলেন, ফজলকে আটকের চেষ্টা চলছে। হত্যায় ব্যবহৃত দা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ