টাঙ্গাইলের মির্জাপুরে বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের আরো পাঁচজন।
উপজেলার ধুল্যা মুনসুর এলাকায় শনিবার (১৬ জুলাই) ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় মহাসড়কে এক লেনে যান চলাচল বন্ধ হলেও কিছুক্ষণ পর তা স্বাভাবিক হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে ধুল্যা মনসুর এলাকায় বালুভর্তি একটি ট্রাক বিকল হয়। ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাস ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে বাসের পেছনে আরো একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই বাসের তিনজন যাত্রী নিহত হন। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি টুটুল আরো বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

