ডেস্ক রিপোর্ট: নাটোরের লালপুরে বাবার হাসুয়ার কোপে ছেলে আব্দুল হাকিম (৪৫) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ময়না গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত বাবার নাম আজিজুর রহমান খলিফা (৬৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জমান।
তিনি জানান, বৃহস্পতিবার (৭ জুলাই) বিকাল সোয়া ৩টার দিকে জমি লিজ নিয়ে বাবার সঙ্গে বড় ছেলে আব্দুল হাকিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবা গলায় হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে ছেলে হাকিম মাটিতে লুটিয়ে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা করছে।
জাগো/এমআই

