ক্যান্সারে আক্রান্ত দুই শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলো যবিপ্রবি

আরো পড়ুন

যবিপ্রবি প্রতিনিধি: ক্যান্সারে আক্রান্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী রুবেল পারভেজ ও এস এম কদর রাজকে ১লক্ষ ৪০ হাজার টাকা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৪ জুলাই) যবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার তাদের চিকিৎসার জন্য সত্তর হাজার করে দুইটি চেক অনুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করেন। রুবেল ও রাজ হলেন যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

চেক হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন অনুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ইকবাল কবির জাহিদ, প্রক্টর হাসান মোহাম্মদ আল ইমরান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোঃ তানভীর হাসান, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, শারীরীক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জিল্লুর রহমান ও ফার্মেসী বিভাগের প্রভাষক মোঃ শাহীন সরকার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রুবেল পারভেজ ও এস এম কাদের রাজ কিডনিদ্বয়ের বিকলতা ও ব্লাড ক্যান্সার নামক দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ