২৩ ইউপি ও ৩ পৌরসভায় ভোট ২৭ জুলাই, শুক্রবার থেকে প্রচারণা শুরু

আরো পড়ুন

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ভোট আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) । এদিন ২৩ ইউপি ও ৩ পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৮ জুলাই (শুক্রবার) থেকে ২৫ জুলাই পর্যন্ত প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

ইসি জানায়, স্থানীয় সরকারের এ নির্বাচনগুলোতে প্রার্থিতা প্রত্যাহারে শেষ দিন হচ্ছে ৭ জুলাই, প্রতীক বরাদ্দ ৮ জুলাই। অর্থাৎ ৮ জুলাই থেকে প্রার্থীরা প্রচারে নামতে পারবেন।

ইসি আরো জানায়, স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, প্রচার বন্ধ করতে হবে ভোট শুরুর ৩২ ঘণ্টা আগে। এসব নির্বাচনের ভোট শুরু হবে আগামী ২৭ জুলাই সকাল ৮টায়। সকাল ৮টার থেকে ৩২ ঘণ্টা পূর্ব বলতে বোঝায় ২৫ জুলাই রাত ১২টা পর্যন্ত।

অর্থাৎ এরপর আর প্রচার চালানো যাবে না। এ ক্ষেত্রে প্রার্থীরা আগামী ৮ জুলাই থেকে প্রচার চালাতে পারবেন ২৫ জুলাই মধ্যরাত ১২টা পর্যন্ত, মোট ১৮ দিন। প্রচারের সময় শেষ হওয়ার পর থেকে ফলাফল গেজেট আকারে প্রকাশ করা পর্যন্ত কোনো ধরণের মিছিল, মশাল মিছিল, আনন্দ মিছিল, বাইক মিছিল, শোভাযাত্রা বা র‌্যালি করা যাবে না।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ