নড়াইলের শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে সদর থানার ওসিকে প্রত্যাহারের পর এবার মির্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শেখ মোরছালিনকে প্রত্যাহার করা হয়েছে।
জেলা পুলিশের এক আদেশে রবিবার (৩ জুলাই) বিকেলে তাকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে নড়াইল সদর থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, শেখ মোরছালিনকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। তিনি বর্তমানে নড়াইল জেলা পুলিশ লাইনে সংযুক্ত আছেন।
এর আগে রবিবার সকালে ওসি শওকত কবিরকে থানা থেকে প্রত্যাহার করে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়।
গ্রেফতার বেড়ে ৫
সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানো ও সংহিসতার ঘটনায় পুলিশ আরো একজনকে গ্রেফতার করেছে।
এই নিয়ে মামলায় মোট গ্রেফতার হয়েছেন ৫ জন।
ওসি মাহমুদুর রহমান জানান, অধ্যক্ষ লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত নুরুন্নবীকে যশোরের মনিহার সিনেমা হলের পাশ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে রবিবার রাতে তাকে গ্রেফতার করে। পরে মধ্য রাতে তাকে যশোর থেকে নড়াইলে নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, ১৮ জুন মির্জাপুর কলেজের ওই ঘটনার একেবারে শেষ দিকে নুরুন্নবী গিয়ে বেশ উত্তেজনা সৃষ্টি করেছিলেন। সেই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

