প্রাইভেট পড়তে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ৯ বছরের শিশু

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৯ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রবিবার (৩ জুলাই) সকালে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, শনিবার রাত আটটার দিকে দুই জনকে আসামি করে মামলাটি করেন শিশুর মা। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। আল মাহি নামে এক যুবকের কাছে প্রাইভেট পড়তে গিয়ে ২৯ জুন রাতে শিশুটি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় অভিযুক্তরা হলো, আড়াইহাজার উপজেলার ছনপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে আল মাহি ও আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ আছলাম।

ওসি আজিজুল হক জানান, শনিবার রাত ৮টার দিকে দুই জনকে আসামি করে মামলাটি করেন শিশুর মা। আল মাহি নামে এক যুবকের কাছে প্রাইভেট পড়তে গিয়ে ২৯ জুন রাতে শিশুটি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, শিশুটি ২৯ জুন রাত ৮টার দিকে প্রাইভেট পড়তে গিয়েছিল আসামি আল মাহির বাড়িতে। সেখানে অবস্থান করছিল আছলাম নামের এক ছাত্র। পড়ার রুমে শিশুটিকে আটকে রেখে ধর্ষণ করে মাহি ও আছলাম। পরে ঘটনা কাউকে না জানাতে তাকে কোরআন শরীফ ছুঁয়ে কসম করানো হয়। শিশুটি রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে ফিরে মাকে ঘটনা জানায়। এরপর পরিবারের অন্য সদস্যরা বিষয়টি জানতে পারেন।

ওসি আজিজুল হক জানান, ধর্ষণের অভিযোগ নিয়ে প্রথমে স্থানীয়ভাবে শালিস হয়। সেখানে তারা নিজেরা মিমাংসার চেষ্টা করেন। মিমাংসা না হলে শিশুর মা থানায় মামলা করেন। এর আগেই আসামিরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ