মিঠাপুকুরে জুয়া খেলার সময় কৃষি কর্মকর্তাসহ ৮ জুয়াড়ি আটক

আরো পড়ুন

রংপুর: রংপুরের মিঠাপুকুরে জুয়া খেলার সময় একজন কৃষি কর্মকর্তা ও দুইজন সাবেক ইউপি সদস্যসহ ৮ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ জুলাই) রাতে উপজেলার ইমাদপুর ইউনিয়নের মাটেরহাট বাজার এলাকা থেকে জুয়া (হাজারী) খেলার সময় তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন পার্শ্ববর্তী পীরগন্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) মো. নূরন্নবী মিয়া, সাবেক ইউপি সদস্য লুৎফর মিয়া, আরেক সাবেক ইউপি সদস্য আনিসুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী শফিকুল ইসলাম, কাঁচামাল ব্যবসায়ী মো. আঙ্গুর মিয়া। তাদের প্রত্যেকের বাড়ি ওই ইউনিয়নে। অন্যদের নাম-পরিচয় জানা যায় নি।

বিষয়টি নিশ্চিত করে বৈরাতীহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নজির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মাটেরহাট বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় জুয়া খেলা অবস্থায় ৮ জনকে হাতেনাতে আটক করা হয়। এছাড়া জুয়ার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এদের মধ্যে একজন কৃষি কর্মকর্তা ও দুইজন সাবেক ইউপি সদস্যও আছেন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ