বাগেরহাটে বালু তোলার পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস, চলছে রান্নাবান্না!

আরো পড়ুন

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় মো. দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির মাছের ঘেরে গ্যাসের সন্ধানের খবর পাওয়া গেছে। মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় বৃহস্পতিবার (৩০ জুন) সকালে ঘেরে বালু উত্তোলনের সময় গ্যাস ওপরের দিকে ছড়িয়ে পড়ে।

গ্যাস বের হওয়ার ঘটনা জানাজানি হলে একনজর দেখার জন্য শত শত উৎসুক জনতার ভিড় জমতে থাকে ওই ঘেরে।

গ্যাস দেখতে আসা মোংলার দক্ষিণ চাঁদপাই এলাকার উজ্জল মল্লিক বলেন, শুনলাম এই এলাকার একটি ঘের থেকে গ্যাস উঠতেছে। তাই দেখতে এসেছি। এসে দেখি গ্যাস দিয়ে তারা রান্নাবান্নাও করতেছে।

জমির মালিক দেলোয়ার হোসেন বলেন, তিন বিঘা জমিতে বালু তোলার জন্য ঘেরে পাইপ বসাই। হঠাৎ পাইপ দিয়ে গ্যাস ওঠা শুরু করে। এরপর হঠাৎ ৫০ ফুট উচ্চতায় গ্যাস, বালু ও পানি ওপরের দিকে উঠতে থাকে। পাঁচ-ছয় বছর আগে একবার একই ঘের থেকে বালু তোলার জন্য ড্রেজার মেশিন বসালে তখনো বালুর সঙ্গে গ্যাস উঠলে আমরা কাজ বন্ধ করে দিই।

দেলোয়ারের স্ত্রী সুফিয়া খাতুন মিম বলেন, এখন গ্যাসের পাইপের সঙ্গে লাইন দিয়েছি আমরা। সেই গ্যাস পাইপ দিয়ে আসতেছে। আমরা এ গ্যাস দিয়ে রান্নাবান্নার কাজ করতেছি।

সংশ্লিষ্ট ইউপি সদস্য উকিল উদ্দিন ইজারাদার বলেন, প্রায় পাঁচ-ছয় বছর আগেও এখান থেকে গ্যাস উঠেছিল। কিন্তু কেউ কখনো মূল্যায়ন করেনি। গ্যাসের বিষয়ে তো আমরা কিছু বলতে পারছি না। সরকারের এ বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। না হলে যেকোনো সময় বড় ধরনের ক্ষতিও হতে পারে।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ