পথশিশুদের জন্ম নিবন্ধন সনদ দিতে হাইকোর্টের রুল

আরো পড়ুন

জ্যেষ্ঠ প্রতিবেদক: দেশের ১৬ লাখ পথশিশুকে জন্ম নিবন্ধন সনদ দেওয়ার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩০ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাপস কান্তি বল। তিনি আদেশের বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছেন।

গত ১২ জুন দুই লাখ পথশিশুকে জন্ম নিবন্ধন দিতে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়। ‘স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্ট’ সংগঠনের পক্ষে গত সপ্তাহে ব্যারিস্টার তাপস কান্তি বল এই রিট আবেদনটি দায়ের করেন।

রিটে নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিব, জন্ম নিবন্ধন অধিদফতর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

ব্যারিস্টার তাপস কান্তি বল বলেন, পত্রিকার প্রতিবেদন অনুযায়ী সারাদেশে দুই লাখের বেশি পথশিশু আছে। এসব শিশুর জন্ম নিবন্ধন সনদ নেই। এতে করে নানাবিধ সমস্যা হচ্ছে তাদের। তারা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে না। জন্ম নিবন্ধন সনদ না থাকার কারণে শিশুরা অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তারা কোনো রাষ্ট্রীয় সুবিধা পাচ্ছে না। এ কারণে রিট দায়ের করেছি। আজকে শুনানি হতে পারে। এরপর আদালত এ বিষয়ে আদেশ দেবেন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ