কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে জাতীয় শ্রমিক লীগের নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বুধবার (২৯ জুন) বিকেলে শ্রমিক লীগের পদবঞ্চিত নেতারা কেশবপুর প্রেসক্লাব চত্বরে ওই বিক্ষোভ সমাবেশ করেন। উপজেলা জাতীয় শ্রমিক লীগ নেতা শহিদুজ্জামান শহিদ সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শ্রমিক লীগ নেতা ফরহাদ হোসেন, মিলন হোসেন, আব্দুল আলিম, মাসুদুর রহমান, রাসেল হোসেন, লাল মাহমুদ রানা প্রমুখ।
গত মঙ্গলবার সরদার মুনসুর আলীকে আহবায়ক করে ৩৩ সদস্যবিশিষ্ট কেশবপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কেশবপুরের ঘোষিত জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটি বাতিল করার জন্য যশোর জেলা জাতীয় শ্রমিক লীগ নেতাদের কাছে তারা দাবি জানান।

