দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু নেই, শনাক্ত ২২৪১

আরো পড়ুন

করোনাভাইরাস গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুই হাজার ২৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময় নতুন করে কারও মৃত্যু হয়নি ভাইরাসটিতে আক্রান্ত হয়ে।

বুধবার (২৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি পরীক্ষাগারে ১৪ হাজার ৯১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৪ হাজার ৭১২টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় দুই হাজার ২৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের নিয়ে করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যু ঘটেনি। ফলে মৃতের মোট সংখ্যাটা ২৯ হাজার ১৪৫ জনেই আছে।

দেশে করোনা শনাক্তের পর এখন পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৮ হাজার ৬০৪ জন পুরুষ (৬৩ দশমিক ৮৩ ভাগ) এবং ১০ হাজার ৫৪১ জন নারী (৩৬ দশমিক ১৭ ভাগ)।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫২ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ সাত হাজার ২১৯ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ। আর মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭৩ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৮ ভাগ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ