আবাসিক হোটেলে অভিযান, ধরা পড়লো নারীসহ ৩৮

আরো পড়ুন

বগুড়ায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

এরআগে মঙ্গলবার দিবাগত রাত ১২ টা থেকে ৩ টা পর্যন্ত শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়গুলো নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।

বগুড়া সদর থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালানো হয়। সদর থানা পুলিশের কয়েকটি টিম শহরের সাতমাথা,মাটিডালি,চারমাথা ও তিনমাথা এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালায়। এসময় ৩৮ জন নারী পুরুষকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়াদের মধ্যে ১৫ জন নারী ও ২৩ জন পুরুষ আছেন।

তাদের বাড়ি বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, ফেনী, নেত্রকোনা, ভোলা, টাঙাইল, গাইবান্ধা, নারায়নগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, নওগাঁ, দিনাজপুর, বরিশাল ও নাটোর জেলায়।

ওসি সেলিম রেজা জানান, গ্রেফতার হওয়া সবার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ