যশোরে মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার অতিরিক্ত দায়রা জজ ফাহমিদা জাহাঙ্গীর এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামি সবুজ ওরফে গুড্ড অভয়নগর উপজেলার চন্দ্রপুর গ্রামের শেকমত মোল্লা ওরফে হেকমত মোল্লার ছেলে। তিনি বেনাপোল নারায়ণপুর গ্রামের বিশ্বাস বাড়ীর মোড়ে সেলিমের বাড়ির ভাড়াটিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি আসাদুজ্জামান।
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে বেনাপোল পোর্ট থানা পুলিশ জানতে পারে ছোট আচড়া গ্রামে একজন মাদক নিয়ে অবস্থান করছেন। পুলিশ রাত নয়টার পর তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয় সবুজ। রাত নয়টা ৫৫ মিনিটে তাকে আহাদ কমিশনারের বাড়ির পাশ থেকে আটক করা হয়। পরে তার পরনের থ্রী কোয়াটার প্যান্টের পেছনের দুই পকেট থেকে ৪শ’ গ্রাম ও সামনের হাটুর কাছের একটি পকেট থেকে আরো একশো গ্রাম সর্বমোট ৫শ’গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম এ লতিফ বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই জাকির হোসেন আদালতে চার্জশিট জমাদেন।
সোমবার আদালত এ রায় দেন। আসামি সবুজ আটকের পর থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। তার উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।
এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী রায়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

