যুক্তরাষ্ট্রে লরিতে মিললো ৪৬ মরদেহ, সংকটাপন্ন ১৬

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের একটি লরির ভেতর থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সংকটাপন্ন আরো ১৬ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। হতাহতদের সবাই অভিবাসী বলে ধারণা করা হচ্ছে।

টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিওর ল্যাকল্যান্ড এয়ার ফোর্স ঘাঁটির কাছে পাওয়া একটি ট্র্যাক্টর-ট্রেলারে এই ঘটনা ঘটেছে। সান আন্তোনিওর স্থানীয় কর্মকর্তারা স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় একথা জানিয়েছেন। খবর এবিসি সেভেনের

স্থানীয় এক কর্মকর্তা জানান, দক্ষিণ-পশ্চিম সান আন্তোনিওর ক্যাসিন ড্রাইভ এবং কুইন্টানা রোডের সংযোগস্থলের কাছে ওই লরির সন্ধান মেলে। এ ঘটনায় সতর্ক নজর রাখছেন মেয়র রন নিরেনবার্গ এবং পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকম্যানস।

যুক্তরাষ্ট্রের স্থানীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, লরি থেকে উদ্ধার করা আরও অন্তত ১৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের প্রত্যেকের শারীরিক অবস্থা অন্যজনের চেয়ে ভিন্ন।

সামাজিক মাধ্যমে মৃতদেহ উদ্ধার হওয়া লরির ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে বড় একটি ট্রাকের চারপাশে জরুরি পরিষেবায় নিযুক্ত বহু সংখ্যক কর্মীকে দেখা গেছে।

টেক্সাস অঙ্গরাজ্যের এই সান আন্তোনিও শহরটি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে অবস্থিত।

এদিকে বিপুল সংখ্যক এই মানুষের মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। তার অভিযোগ, ‘তার (বাইডেনের) মারাত্মক উন্মুক্ত সীমান্ত নীতির ফলাফল’ হিসেবেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

লরি থেকে উদ্ধারকৃত মৃত এসব মানুষের নাগরিকত্ব বা জাতীয়তা এখনও জানা যায়নি। বিবিসি জানিয়েছে, কীভাবে এসব মানুষ মারা গেল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং স্থানীয় পুলিশ এখনও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ