যশোরে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো রফিকুলের

আরো পড়ুন

যশোরে ইজিবাইকের ধাক্কায় রফিকুল ইসলাম (৫০) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (২৭ জুন) দুপুরে সদরের পুলেরহাট বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি সদরের সুজলপুরের বাসিন্দা।

স্থানীয়রা জানান, পুলেরহাট বাজারে রাস্তা পার হওয়ার সময় রফিকুল ইসলামের ইজিবাইকের সাথে ধাক্কা লাগে। এসময় তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় এক ঘণ্টা পর মারা যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন জানান, দুপুরে রফিকুল ইসলাম নামে একজনকে উদ্ধার করে নিয়ে আসেন। তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। চিকিৎসাধীন অবস্থায় সার্জারি ওয়ার্ডে মারা গেছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ মনিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ