যশোরে নিজ বাড়ির সামনে যুবককে ছুরিকাঘাত

আরো পড়ুন

যশোরের বাহাদুরপুরে পূর্ব শক্রতার জেরে প্রান্ত দাস নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা। আহত প্রান্ত ঋষিপাড়ার কালীদাসের ছেলে।

রবিবার (২৬ জুন) রাত ৯ টা ৪০ মিনিটে প্রান্তর নিজ বাড়ির সামনে ঘটনাটি ঘটেছে।

সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে পূর্ব শক্রতার জেরে এক যুবককে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা।

আহতের স্বজনেরা জানান, প্রান্ত বাড়ির সামনেই অবস্থান করছিলেন। এসময় সন্ত্রাসীরা এসে আতর্কিতভাবে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলাম জানান, প্রান্তের পায়ের ছুরিকাঘাত করা হয়। রক্তক্ষরণ হয়েছে। তবে, সে আশঙ্কামুক্ত।

আহতের পরিবার জানায় এ বিষয়ে তারা আইনে পদক্ষেপ গ্রহণ করবেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ