ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬

আরো পড়ুন

ঢাকা অফিস: মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রবিবার (২৬ জুন) সকাল ৬টা থেকে সোমবার (২৭ জুন) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, অভিযানের সময় গ্রেফতারদের কাছ থেকে ৩ হাজার ৮০৪ পিস ইয়াবা, ৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ১৬৪ গ্রাম ১৫১ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

ডিএমপি আরও জানায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এদিন রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে মাদকদ্রব্যসহ ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ