ঢাকা অফিস: রাজধানীর দক্ষিণ বনশ্রীর রোডে জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট কাজ করছে। সকাল ১০ টা ৪৫ মিনিটে বনশ্রীর ১২/৫ নং রোডে আগুন লাগে।
সোমবার (২৭ জুন) ১১ টা ৫০ মিনিটে আগুন লাগার বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, দক্ষিণ বনশ্রীর একটি জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ১২ টা ৫ মিনিটে।
এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও দুইটা ইউনিট যাচ্ছে। বিস্তারিত পর্যবেক্ষণ করে পরে জানানো যাবে।
জাগো/এমআই

