পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রে যুক্তদের খুঁজে বের করার প্রশ্নে রুল শুনানি সোমবার

আরো পড়ুন

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রে যুক্ত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার প্রশ্নে সাড়ে চার বছর আগে স্বপ্রণোদিত রুল শুনানির জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আগামীকাল সোমবার (২৭ জুন) এ রুল শুনানির জন্য কার্যতালিকায় আসবে। আজ রবিবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে আজ সকালে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন রুল শুনানির দিন নির্ধারণের জন্য বিষয়টি উপস্থাপন করেন। পরে আদালত কাল সোমবার ওই রুল শুনানির আদেশ দেন।

২০১৭ সালের ২০শে ডিসেম্বর হাইকোর্ট স্বপ্রণোদিত রুল দিয়েছিলেন। রুলে পদ্মা সেতু নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে থেকে ষড়যন্ত্রে যুক্ত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে কমিশন বা কমিটি গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে তাদেরকে কেন বিচারের মুখোমুখি করা হবে না, তাও জানতে চাওয়া হয় রুলে। মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, যোগাযোগসচিব ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছিল।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ