মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো এক বন্ধুর, আহত আরেক বন্ধু

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গায় বন্ধুর সাথে মোটরসাইকেলেযোগে ঘুরতে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে রোমান মল্লিক (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর বন্ধু রিয়ন (১৮)।

শুক্রবার (২৪ জুন) দুপুর দুইটার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের একাডেমি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয় ব্যাক্তিরা গুরুতর জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রোমানকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। পথিমধ্যে রোমানের মৃত্যু হয়। নিহত রোমান মল্লিক আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের মৃত খসরু মল্লিকের ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আহত রিয়ন চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমাহল পাড়ার ঠিকাদার আরেফিন আলম রনজুর ছেলে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা যায়, রোমানের পরিবার চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ হাসপাতালপাড়ার একটি বাসায় ভাড়ায় থাকে। দুপুরে জুমার নামাজের পর বন্ধু রিয়নের সাথে মোটরসাইকেলে ঘুরতে বের হন রোমান। এসময় একাডেমি মোড়ে পৌঁছালে একটি ইজিবাইককে ওভারটেক করে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে দুইজনই গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নেয় স্থানীয়রা।

সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক খালিদ হাসান জানান, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রোমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথে মারা যান তিনি। আহত রিয়নকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ