চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ফল ও ফসল চাষে জৈব বালাইনাশক ব্যবহার বৃদ্ধি শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুন) সকালে শিশু নিলয় ফাউন্ডেশনের হলরুমে রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টের অওতাধীন এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
শিশু নিলয় ফাউন্ডেশনের সহকারী পরিচালক (এমইএল) শাহাবুদ্দিন শিপনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অথিতি আলোচনা করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাছিমা বেগম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প ব্যাবস্থাপক সৃজিৎ নয়ন বসু, চৌগাছা এরিয়া ইনচার্জ এম এ আজিজ প্রমূখ।
এ সময় ইস্পাহানি এগ্রো লিমিটেডের রিজোনাল ইনচার্জ আসিফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ফলচাষি ও নার্সারী মালিকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে শিশু নিলয় ফাউন্ডেশনের সংশ্লিষ্ট প্রকল্পের সাথে ইস্পাহানি এগ্রো লিমিটেডের সমঝোতা চুক্তি হয়।
জাগো/এমআই

