পদ্মা সেতুর বিরোধিতাকারীদের বিচার হবে কিনা ‘সময়ই বলে দেবে’: প্রধানমন্ত্রী

আরো পড়ুন

পদ্মা সেতুর যারা বিরোধিতা করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন তাদের বিচারের মুখোমুখি করা হবে কিনা এমন প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সময়ই বলে দেবে।

বুধবার (২২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিক প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, একজন ব্যক্তির ষড়যন্ত্রে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগে তুলে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দেয়। দেশের বিভিন্ন ব্যক্তিবর্গ ও নানা দলের নেতারা এর বিরোধিতা করে এবং নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ নিয়ে বিরূপ মন্তব্য করেন। এ ধরনের কৃতকর্মের জন্য তাদের বিচারের আওতায় আনা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সময়ই বলে দেবে।

এছাড়া পদ্মা সেতুর বিরোধিতাকারীদের ক্ষমা চাওয়া উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, এটা তাদের বিবেকের বিষয়। এ বিষয়ে আমরা কিছু বলবো না।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ