আর আই রাজিব, ঝিনাইদহ: মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তার স্ত্রী আয়েশা (রাঃ) কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া বাজার ও ইবি সংলগ্ন এলাকাবাসী। রবিবার (১৯ জুন) উপজেলার শেখপাড়া বাজারে বিকাল সারে ৫ টায় এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিভিন্ন সূত্রে জানা যায়, সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
বিক্ষোভটি শেখপাড়া বাজার থেকে মিছিলের মাধ্যমে শুরু হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে শেখপাড়া তেল পাম্পে এসে সমতবেত হয় আন্দোলককারীরা। পরবর্তীতে বাজারের হাজি মার্কেটের সামনে অবস্থান করেন বিক্ষোভকারীরা।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল মসজিদ, লালন শাহ হল কোয়ার্টারের ইমাম ও শেখপাড়া ও ইবি এলাকার বিভিন্ন মসজিদের ইমামসহ হাজার হাজার মুসল্লিরা।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মওলানা ড. শোয়ায়েব আহম্মেদ বলেন, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন মহানবী (সাঃ) ও তার স্ত্রী আয়েশা (রাঃ) এর ব্যাপারে। তারা সর্বোত্তম চরিত্রের অধিকারী।
উপজেলার শেখপাড়া বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম মওলানা মাহফুজুর রহমান হাকিমপুরী বলেন, নবীজি (সাঃ) এর বিপক্ষে যারা কটূক্তি করেছেন তারা বড়ই অন্যায় করেছেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিপক্ষে কটূক্তির একটিই শাস্তি মৃত্যুদন্ড।
জাগো/এমআই

