ঢাকার নবাবগঞ্জে ঢাকা-বান্দুরা আঞ্চলিক সড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।
রবিবার (১৯ জুন) ভোর চারটার দিকে উপজেলার প্যারাগণ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবুল কাসেম (৬৫) এবং তার নাতনি ফারহানা (৮)।
আহতরা হলেন, প্রবাসী লাভলু, তার স্ত্রী রেখা (২০), রেখার বড় বোনের মেয়ে ফাহিমা (৫) এবং গাড়ির চালক মনির খান বিল্লাল (৫৪)। আহতরা ঢাকার দোহার উপজেলার রায়পাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, দোহার উপজেলার রাইপাড়া গ্রামের আবুল কাসেম একটি মাইক্রোবাস নিয়ে মেয়ে রেখা, তার বড় মেয়ের ঘরের দুই নাতনি ফারহানা ও ফাহিমাকে নিয়ে মেয়ের জামাই কুয়েত প্রবাসী লাভলুকে আনতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যান।
ভোরের দিকে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে নবাবগঞ্জ উপজেলার প্যারাগন হাসপাতালের সামনে পৌঁছালে গাড়ি চালক নিয়ন্ত্রণ হারালে যানটি একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আবুল কাসেম ও ফারহানাকে মৃত ঘোষণা করেন। আহত লাভলু, রেখা ও চালক বিল্লালকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয় এবং ফাহিমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
নবাবগঞ্জ থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

