স্ত্রীকে হত‍্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: দশ বছর পর ময়মনসিংহে স্ত্রী হত‍্যার দায়ে মো. হাবিবুর রহমান বুসা (৫৫) কে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে বিজ্ঞ আদালত।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ৩টায় ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক সাবরিনা আলী এই আদেশ দেন।

আদেশের ষযটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো. ফখরুল ইসলাম।

তিনি জানান, পারিবারিক বিরোধের জের ধরে ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলার ত্রিশাল উপজেলার নিঘুরকান্দা নামাপাড়া গ্রামে স্ত্রী স্বপ্না বেগমকে ঘুমের মধ‍্যে উপর্যুপরি আঘাত করে স্বামী হাবিবুর রহমান বুসা। এতে ঘটনাস্থলেই স্বপ্না বেগমের মৃত্যু হয়। ঘটনার পরের দিন মা খুনের ঘটনায় ত্রিশাল থানায় বাবা হাবিবুর রহমান বুসাকে আসামি করে একটি হত‍্যা মামলা দায়ের করে ছেলে রুবেল মিয়া।

ওই মামলায় র্দীঘ তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আসামির উপস্থিতিতেই মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন আদালতের বিজ্ঞ বিচারক। একই সাথে দশ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা কলেন সংশ্লিষ্ট আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ‍্যাডভোকেট মো. ফরিদ আহমেদ।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ