লেবু চুরির অপবাদে শিশুকে নির্যাতন

আরো পড়ুন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে মাল্টা লেবু চুরির অপবাদ দিয়ে আসিফ হোসেন (১০) নামে এক শিশুকে মারপিট করার অভিযোগ উঠেছে। ঘটনা উল্লেখ করে বুধবার (১৫ জুন) ওই শিশুর মা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের জামাল গাজীর ছেলে আসিফ হোসেনকে মাল্টা লেবু চুরির মিথ্যা অপবাদ দিয়ে সোমবার দুপুরে প্রতিবেশী রশিদ শেখের স্ত্রী রেশমা বেগম মারপিট করে। পরবর্তীতে রশিদ শেখ ও তার স্ত্রী ওই শিশুকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে তাকে স্থানীয় ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। এ ঘটনায় শিশুটির মা রেশমা বেগম বাদি হয়ে ওই দুইজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের বিষয়ে রশিদ শেখ বলেন, বাড়িতে লাগানো গাছ থেকে মাল্টা লেবু ছেড়ায় ওই শিশুকে একটা চড় দেওয়া হয়েছে। এলোপাতাড়ী মারপিট করার বিষয়টি সত্য না।

এ ব্যাপারে ভেরচি পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আবুল বাশার বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে দু’পক্ষকে বৃহস্পতিবার (১৬ জুন)পুলিশ ফাঁড়িতে ডাকা হয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ