শ্রীলংকায় সরকারি কর্মীদের সপ্তাহে চার দিন কর্মদিবস অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) শ্রীলংকার মন্ত্রিসভা সাপ্তাহিক কর্মদিবস কমানোর কথা জানায়। দেশটিতে চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং সরকারি কর্মচারীদের চাষাবাদে উৎসাহিত করতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে স্বাস্থ্য, পানি, বিদ্যুৎ এবং অন্যান্য প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় সেবা খাত এ ঘোষণার আওতামুক্ত থাকবে।
শ্রীলংকার সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় ১০ লাখ। কিন্তু কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট এবং বৈদেশিক মুদ্রা মজুতের চরম সংকট দেখা দিয়েছে। এতে জ্বালানি, খাদ্য ও ওষুধের মতো জরুরি পণ্যগুলোও আমদানি করতে পারছে না সরকার।
এর আগে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল তিন মাস সরকারি খাতের কর্মচারীরা শনিবার, রবিবারের সঙ্গে শুক্রবারও ছুটি পাবেন। কারণ হিসেবে চলমান জ্বালানি সংকটে মানুষের চলাচলে অসুবিধা এবং একইসঙ্গে সরকারি কর্মচারীদের চাষাবাদে উৎসাহিত করতে ছুটি বাড়িয়ে দেয়া হয়েছে বলে জানায় সরকার। এতে করে সরকারি কর্মচারীরা তাদের বাড়ির পাশে বা অন্যত্র চাষাবাদের কাজ করার সুযোগ পাবেন, যা দেশে খাদ্যসংকটের একটা সমাধানও হতে পারে।
জাতিসংঘ বলেছে, চরম সংকটে আছেন এমন ১০ লাখ মানুষকে সাহায্যের লক্ষ্যে শ্রীলংকাকে চার কোটি ৭০ লাখ ডলার দেয়ার পরিকল্পনা করছে তারা।
এছাড়াও, ঋণ ছাড়ের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে শ্রীলংকার আলোচনা

