জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে পানিতে ডুবিয়ে হত্যা

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের ঘটনায় মজিবুর রহমান (৬০) নামে এক বৃদ্ধকে পাতিতে ডুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (১৪ জুন) সকালে উপজেলার বগারচর ইউনিয়নের উত্তর পাড়া গুচ্ছ গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বগারচর উত্তর পাড়া গুচ্ছ গ্রামে জমি নিয়ে দীর্ঘদিন যাবত মজিবুর রহমানে সঙ্গে প্রতিবেশী বুদু শেখের বিরোধ ছিল। আজ সকালে মজিবুর রহমান জমিতে গাছ লাগাতে যায়। খবর পেয়ে বুদু শেখের লোকজন ঘটনাস্থলে গিয়ে বাধা সৃষ্টি করে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে বুদু মজিবুরকে ধাক্কা মেরে জমিতে ফেলে দিয়ে পানিতে চেপে ধরে।

ওই অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে মজিবুর রহমান মারা যায়। এ ঘটনার পর থেকেই ঘাতক বুদু পলাতক রয়েছে। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত মুজিবুর রহমানের লাশ উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, মজিবুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান আছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ