দিনাজপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: দিনাজপুরের চিরিরবন্দরে এক ইউনিয়ন যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চিরিরবন্দর উপজেলার আমতলী বাজারে গতকাল সোমবার (১৩ জুন) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

২৪ বছর বয়সী মাজেদুর রহমানের বাড়ি সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের ৮ নম্বর রেলঘুন্টি এলাকায়। তিনি শেখপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। মাজেদুর রাইসুল ইসলাম নামের এক ঠিকাদারের সহযোগী হিসেবে কাজ করতেন। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে আমতলী বাজারে মাজেদুর রহমানকে ৭-৮জন দুর্বৃত্ত কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিতিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি মোটরসাইকেল জব্দ করেছে। এর মধ্যে ১টি মোটরসাইকেল নিহতের ও বাকি ৪টি হামলাকারীদের বলে জানা গেছে। একটি প্রাইভেটকারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানান ওসি।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এই ঘটনায় জড়িতদের আটকে রাত থেকে পুলিশ অভিযান চালাচ্ছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ