পাথরঘাটায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৩টি হরিণের চামড়া উদ্ধার

আরো পড়ুন

বরগুনা: বরগুনার পাথরঘাটায় পরিত্যক্ত একটি স্কুলব্যাগ থেকে হরিণের তিনটি চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

সোমবার (১৩ জুন) রাত ১০টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া এলাকা থেকে চামড়াগুলো উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচএম হারুনর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

কোস্টগার্ড জানায়, সোমবার রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের জ্ঞানপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় থাকা একটি স্কুলব্যাগ থেকে তিনটি হরিণের চামড়া উদ্ধার করে কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচএম হারুনর রশিদ বলেন, চরদুয়ানি ইউনিয়নের জ্ঞানপাড়া এলাকায় হরিণের চামড়া ও মাংস পাচার হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে রাতে দক্ষিণ কোস্টগার্ড পাথরঘাটার দুটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পরিত্যক্ত স্কুলব্যাগ থেকে তিনটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া চামড়া পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ