নেত্রকোনায় হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ৬ গ্রাম

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: নেত্রকোনার আটপাড়ায় কালবৈশাখী ঝড়ে দেড় শতাধিক কাঁচা ও টিনশেড ঘরসহ অসংখ্য গাছপালা বিধ্বস্ত হয়েছে।

সোমবার (১৩ জুন) সকাল ১১টার দিকে আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রামেশ্বরপুর, তিলকপুর, দেশিউড়া, অভয়পাশা, পোখলগাঁও ও দুর্গাশ্রম গ্রামে এ ক্ষয়ক্ষতি হয়।

স্বরমুশিয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার জানান, প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ায় ওই ছয়টি গ্রামের অন্তত দেড় শতাধিক কাঁচা ও টিনশেড ঘর লন্ডভন্ড হয়ে গেছে। মারা গেছে কয়েকটি গবাদিপশু। উপড়ে গেছে অসংখ্যা গাছপালা। এছাড়া বেশকিছু বিদ্যুতের খুঁটি বিধ্বস্ত হওয়ায় ঝড়ের পর থেকে আটপাড়া উপজেলায় পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ে গাছপালা পড়ে বেশ কয়েকটি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল ইসলাম বলেন, ঝড়ে স্বরমুশিয়া ইউনিয়নের বেশ ক্ষতি হয়েছে। দুর্গাশ্রম উচ্চ বিদ্যালয়ের একটি ঘরের টিনের চাল উড়ে গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ক্ষয়ক্ষতির তালিকা করার নির্দেশ দেয়া হয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ