এক যুগ পর কৃষক হত্যার রায়, ৬ জনের যাবজ্জীবন

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষক কোকিল চন্দ্র মণ্ডলকে হত্যার দায়ে ১২ বছর পর ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় দেন। দণ্ডিতদের ২০ হাজার করে টাকা জরিমানাও করেন তিনি। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ড পাওয়া আসামিরা হলেন, নবদ্বীপ, নিত্যানন্দ, গৌরাঙ্গ, লক্ষ্মীচরণ, রাতেন ও রমনী কান্ত। তাদের বাড়ি গাবতলীর কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মাঝিপাড়ায়।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) বিনয় কুমার বিশু।

কৃষক কোকিলের বাড়িও ওই এলাকায়। ২০১০ সালের ২৫ মার্চ বিকেলে লাঠি ও রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা শ্যামল চন্দ্র মামলা করেন। কোকিলের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল আসামিদের। এরই জেরে তাকে হত্যা করা হয়।

আদালত পরিদর্শক সুব্রত ব্যানার্জী জানান, কৃষক কোকিল চন্দ্র হত্যায় দণ্ডপ্রাপ্ত ৬ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ